ধামইরহাটে সরকারি ভাবে ধান চাল ক্রয় উদ্বোধন
মোঃ সহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে সরকারি ভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় উপজেলা খাদ্য গুদামে ২০২৪-২৫ অর্থবছরের আমন ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। চলতি আমন মৌসুমে উপজেলায় ধান সংগ্রহ করা হবে ১৪৭৯ মেট্রিক টন। এছাড়াও সিদ্ধ চাল সংগ্রহ করা হবে ২৩৮.৬৫০ মেট্রিক টন। প্রতি কেজি ধান ৩৩ টাকা মূল্যে এবং প্রতি কেজি সিদ্ধ চাল ৪৭ টাকা মূল্যে ক্রয় করা হবে। আগামী ফেব্রæয়ারী মাস পর্যন্ত ধান চাল ক্রয় কার্যক্রম চালু থাকবে। এসময় উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, গুদাম কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মিল মালিক ফজলুর রহমান, আড়ৎদার মোসাদ্দেকুর রহমান, সাংবাদিক মুমিনুল ইসলাম, রেজুয়ান আলম প্রমুখ।