ধামইরহাটে ঐতিহ্যবাহী জাতীয় উদ্যান আলতা দিঘী উন্নয়নের নামে চলছে কাজের অনিয়ম
মোঃ সহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে জাতীয় উদ্যান আলতাদিঘী প্রকল্প উন্নয়নের নামে চলছে অনিয়ম দুর্নীতি, উপজেলার জাতীয় উদ্যান আলতাদিঘী কেটে ফেলা হয়েছে অনেক সাল গাছ, উন্নয়নমূলক টেন্ডার ও প্রকল্পের কাজ করা হবে বলে , মঙ্গলবার দুপুরে জাতীয় উদ্যান আলতাদিঘীতে, সরজমিনে গিয়ে দেখা যায়, উন্নয়নের নামে কাজে নানা অনিয়ম দুর্নীতি চলছে। এর মধ্যেই গেটে কাজ সিডিউলে রয়েছে, ১ নং ইট দিয়ে কাজ করার কথা কিন্তু সরজমিনে দেখা যায় তার ভিন্ন চিত্র দেওয়ার কথা থাকলেও ১ নং ইট দেওয়া হচ্ছে ৩ নং গড়িয়ার ইট, মানসমতুল্য পাথর দিয়ে কাজ করার কথা থাকলেও নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে। জাতীয় উদ্যান আলতাদিঘীতে পাড়ের রাস্তা ঢালাইয়ের কাজ সিডিউলে রয়েছে, ৪ ইঞ্চি ঢালাই সরজমিনে দেখা যায় তার ভিন্ন চিত্র কোন জায়গায় আড়াই ইঞ্চি আবার কোন জায়গায় ৩ ইঞ্চি দেওয়া হচ্ছে, ঢালাই, ফাঁকি দেওয়া হচ্ছে বিট খরনেও ৮ ইঞ্চি খুড়ুনের কথা থাকলেও খুড়ুন করা হয়েছে ৫ ইঞ্চি, স্থানীয় রকিবুল আলম বলেন সরকারি প্রকল্পের নামে চুরি করা হচ্ছে ঢালাই এর ইঞ্চি ইঞ্জিনিয়ার এর অবহেলার কারণে কাজে অনেক অনিয়ম হচ্ছে বলে জানিয়েছেন তিনি, বেল্লাল বলেন আমাদের জাতীয় উদ্যানের প্রকল্পের নামে ধ্বংস করা হচ্ছে, সরকারের লক্ষ লক্ষ টাকা টেন্ডার অনুসারে কোন কাজ করা হচ্ছে না , ধামইরহাট বন বিভাগ কর্মকর্তা জনাব আনিসুর রহমান বলেন,এগুলো তো আমার কাজ না এগুলো কাজ ইঞ্জিনিয়ারের জাতীয় উদ্যানের প্রকল্পের কাজে অনিয়ম হচ্ছে এর এক প্রশ্ন তিনি বলেন এখানে আমি অস্বীকার করব না অনিয়ম হচ্ছে,এটা ঠিক কিন্তু সংশোধন করার সুযোগ রয়েছে বলে জানান তিনি, জাতীয় উদ্যানের প্রকল্পের দায়িত্বগত ইঞ্জিনিয়ার জনাব হাবিবুর রহমান বলেন উদ্বোধনের সময় সকালে কাজ ঠিকই ছিল। আমি লাঞ্চে যাওয়ার পরে কাজে অনিয়ম হয়েছে আমার লোক ছিল তারপরও কেন অনিয়ম হল বুঝতে পারতেছি না, তবে সংশোধন করা হবে অনিয়ম হচ্ছে এর এক প্রশ্ন তিনি বলেন জি অনিয়ম হয়েছে এটা আমি স্বীকার করতেছি তবে কেন অনিয়ম হল,ঠিকাদারের লোকদের জবাব দিতে হবে, বাজেটের ব্যানার টাঙানোর কথা থাকলেও টাঙ্গানো হয়নি এর এক প্রশ্ন তিনি বলেন এর দায়ভার বন বিট কর্মকর্তার গেটে অনিয়ম হচ্ছে এর এক প্রশ্ন তিনি বলেন ভালো ইট পাওয়া যাচ্ছে না এই কারণে এই অনিয়মটা হয়েছে বলে জানান তিনি।