মাফুজুর রহমান স্টাফ রিপোর্টার
নওগাঁর ধামইরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘জনতার জিয়া’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ ওয়াদুদ। এছাড়াও উপজেলা বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব মো. হানজালা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, মেহেদী হাসান শাহীন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, আড়ানগড় ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা মহিলাদলের সহ-সভাপতি মাজেদা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রæত রোগমুক্তির কামনায় মোনাজাত করা হয়।