ধামইরহাটে আনসার সদস্যকে মারধর করার অভিযোগ
মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলার ছিলিমপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে আনসার সদস্য উজ্জ্বল হোসেন ( ৪০) কে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৪-১২- ২০২৪ ইং তারিখে উপজেলার শাখাহাটি বাজারে রাস্তা প্রতিরোধ করে মারধর করেন বলে জানা যায়। এ বিষয়ে উজ্জ্বল হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় জমি সংক্রান্ত বিষয়ে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে এ মামলায় উজ্জ্বল হোসেন সাক্ষী হয়। এই বিষয়কে কেন্দ্র করে পথ অবরোধ করে শিয়ালুপাড়া গ্রামের এনামুল হক বকুলের ছেলে মাসুদ রানা ( ৩৪) শাহাদাত জামাল (৫০) গত মঙ্গলবার সকালে বাইসাইকেল যুগে চক হরিপুর বাজারে যাওয়া কালীন সময়ে শাখাহাটি বাজারে আনসার সদস্য উজ্জ্বল হোসেনকে, মারধর করে।উজ্জ্বল হোসেনের ছোট ভাই ব্যবসার ৫ লক্ষ ১০ হাজার ব্যবসার টাকা ছিনিয়ে নেয়, স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয় বলে জানা যায়।
এ বিষয়ে অভিযুক্ত মাসুদ রানা বলেন জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আগে আমাদের একটা মামলা ছিল।গতকাল মঙ্গলবার সকালে আমি মোটরসাইকেলে যাচ্ছিলাম এরমধ্যেই আনসার সদস্য উজ্জ্বল আমার সামনে সাইকেল নিয়ে ঘুরাঘুরি করে একপর্যায়ে আমি পড়ে যাই পরে আমি উঠে উজ্জ্বলকে লাঠি দিয়ে আঘাত করেছি। কিন্তু টাকা পয়সার বিষয়ে আমি কিছু জানি না বলে জানিয়েছেন তিনি, এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি রাইসুল ইসলাম বলেন এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।