মাফুজুর রহমান স্টাফ রিপোর্টার
নওগাঁর ধামইরহাটে সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় ধামইরহাট ৪ নং উমার ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ৪ নং উমার ইউনিয়ন কৃষকদলের সভাপতি এরশাদুল আলমের সভাপতিত্বে
উপজেলার চকচন্ডি বিজিবি মোড়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও আড়ানগর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক জনাব শামিম কবির মিল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম, জেলা মহিলাদলের সহ-সভাপতি মাজেদা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার, পৌর জিয়া সাইবার ফোর্সের সাবেক আহ্বায়ক শাহিনা আক্তার, ছাত্রনেতা ওমর ফারুক রুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াছিম আরাফাত রভি প্রমুখ।