নড়াইলের লোহাগড়া উপজেলায় কলেজছাত্রের বিষপানে আত্মহত্যা
মোঃ মিন্টু শেখ স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় কলেজছাত্রের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিষপান করে চয়ন মাঝি (২০) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।
রোববার (১৪ জুলাই) ভোরে ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত (৯ জুলাই) মঙ্গলবার বিকেলে বিষপান করেন ওই কলেজছাত্র,লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন,মৃত চয়ন মাঝি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের চঞ্চল মাঝির ছেলে এবং দিঘলিয়ার নবগঙ্গা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন,পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে চয়ন মাঝি বাড়ি থেকে কলেজে পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে বিকেলে বাড়ি ফিরে তিনি বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকায় নিয়ে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (১৪ জুলাই) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। তবে ওই কলেজছাত্র কী কারণে বিষপান করেছেন তা এখনো পরিবার জানাতে রাজি হয়নি,ওসি কাঞ্চন কুমার রায় জানান, বিষপানে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি শুনেছি। ঢাকাতে মারা যাওয়ায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।