প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিত ছাত্রলীগ নেত্রীরা
মোঃ মিন্টু শেখ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতে নির্যাতন ও লাঞ্ছনার বর্ণনা দিয়েছেন শিকার হওয়া ছাত্রলীগের নেত্রীরা।
সোমবার (২৯ জুলাই) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন কলেজের নির্যাতিত ছাত্রলীগের নারী নেত্রীরা।
প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে নির্যাতন ও নিপীড়নের সমস্ত বর্ণনা শোনেন। এ সময় নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। এ সময় সরকারপ্রধান তাদের কাছে টেনে সান্ত্বনা দেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন্নাহার হলসহ বিভিন্ন ছাত্রী হলের নির্যাতিত ছাত্রলীগ নেত্রী, ইডেন ও মহিলা কলেজের নির্যাতিত ছাত্রলীগের নির্যাতিত কর্মীরা উপস্থিত ছিলেন।