সাইফুল ইসলাম সাকিবঃ
সাম্প্রতিক সময়ে সারা দেশে ছাত্রদের কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত ছাত্র/ছাত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের স্মরণে শোক র্যালি”র আয়োজন করেছেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৩ ঘটিকার সময় তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এর সামনে থেকে শোক র্যালিটি বের হয়ে উত্তর বাজার তালুকদার ভবন এর সামনে পর্যন্ত মেন মেন সড়ক প্রদক্ষিণ করেন। এই শোক র্যালিতে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাশেম তালুকদার, সহ-সভাপতি বিএ মোফাজ্জল, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আমিন মহাজন, সাবেক ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-ইশতিয়াক হাছান, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক অপু চৌধুরী, সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।