মধুপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
মোঃ দেলোয়ার হোসেন টাঙ্গাইল জেলা ক্রাইম রিপোর্টার
টাঙ্গাইলের মধুপুরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে,মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১আগষ্ট) দুপুরে উপজেলা কনফারেন্স রুম (৪র্থ) তলায় উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর সভাপতিত্বে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়,মধুপুর উপজেলায় সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে প্রতিরোধ কমিটি গঠন উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের জন্য চেয়ারম্যানগনদের দিকনির্দেশনা দেওয়া হয় এবং মধুপুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে প্রতিরোধ কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হয়,তিনি আরও জানান খুব দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করে তার ভিডিও ফুটেজ উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করার জন্য বলেন,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. ইয়াকুব আলী,এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সজীব আহমেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার ওসি(তদন্ত) রাসেল আহমেদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ সুশীল সমাজের নেতৃৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।