ধামইরহাটে সকল সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে আল ইত্তেহাদ ফাউন্ডেশন
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলার কেন্দ্রীয় মন্দির, প্যাগোডা,গির্জা ও ঘরবাড়ি রক্ষার দায়িত্ব নিয়েছে।ইত্তেহাদ ফাউন্ডেশন আজ মঙ্গলবার সকালে উপজেলার কেন্দ্রীয় মন্দির সহ বিভিন্ন মন্দির ও গির্জা ঘর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য বিভিন্ন জায়গায়, উপস্থিত ছিলেন আল ইত্তেহাদ ফাউন্ডেশ এর সম্মানিত উপদেষ্টা মন্ডলী, উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, সাধারণ সম্পাদক কাউসার সহ সংগঠনের অনেক নেতৃবৃন্দ।। এ সময় ধামইরহাট উপজেলার প্রাণকেন্দ্রে যে সকল মন্দিরগুলো আছে সকল মন্দিরে সংখ্যালঘুদের সাথে আলোচনা করা হয় এবং তাদের নিরাপত্তর নিশ্চয়তা দেওয়া হয়,, এছাড়াও মঙ্গল কোঠা, তালঝারী মন্দির ও গির্জায় সংখ্যালঘুদের সাথে আলোচনা করা হয়,আল ইত্তেহাদ ফাউন্ডেশন এর সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল বলেন,ধামইরহাট উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এবং বিভিন্ন মন্দিরে আমরা গিয়েছিলাম আমাদের যাওয়াতে তারা খুবই খুশি হয়েছেন, সংগঠনের মঙ্গল কামনা করেছেন এবং তারা বলেছেন যে এদেশ সবার ,হিন্দু-মুসলিম একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।