মোঃআশরাফুল ইসলাম রাজু
স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর কিশোরগঞ্জ থানার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে জেলার বিভিন্ন থানাগুলোতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।যার ধারাবাহিকতায় জেলার কিশোরগঞ্জ থানায় কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা।এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন পুলিশ সদস্যরা।
জানা যায়, ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দেশে অরাজক পরিস্থিতির মধ্যে অনেক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য নিহত হন। আহত হন কয়েক হাজার সদস্য। এ ছাড়া দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এর পরিপ্রেক্ষিতে দেশের বেশির ভাগ থানার পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা কর্মবিরতিতে চলে যান। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। ঘটে অগ্নিসংযোগ, ডাকাতি, লুটপাট ও ছিনতাইসহ নানা অপরাধ।
এ ছাড়া সাধারণ মানুষ থানায় বিভিন্ন ঘটনার অভিযোগ জানাতে এসে ফিরে যান। বিষয়টি নজরে আসে পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের।
অদ্য সকালে জেলার কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি টিম বিভিন্ন এলাকা ঘুরে সাধারন মানুষের মাঝে হতাশা ভূলে আবার পুলিশের উপর পূর্ণ বিশ্বাস স্থাপনের মাধ্যমে আইনী সহায়তা পাওয়ার কথা তুলে ধরেন।এতে সাধারণ মানুষেরাও সবকিছু ভূলে আবারও বুকে টেনে নেন এই পুলিশ সদস্যদের।