মাফুজুর রহমান নিজস্ব প্রতিবেদক
নওগাঁর ধামইরহাট পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এডিসি বিরোদা রানী রায়
(২২ আগস্ট) বৃহস্পতিবার তিনি পৌরসভায় যোগদান করেন। বিদায়ী মেয়র আমিনুল ইসলাম এর পরিবর্তে তিনি আজকে দায়িত্ব গ্রহণ করেন।
পরে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে বলেন, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব পালনকালীন পৌর এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন ও পৌর ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা, কর্মচারীগণ।