মোঃ জহুরুল ইসলাম
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার সদর থানাধীন ছয় রাস্তার মোড় এলাকায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে বাবু (৩২), পিতা-মৃত নওশের, সাং-শালদহ হাটশ হরিপুর, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া মৃত্যুবরণ করে। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-১২, তারিখ ১৫/০৮/২০২৪, ধারাঃ ১৪৩/১৪৭/১৪৯/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগষ্ট ২০২৪ তারিখ রাত ০৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহারনামীয় ১৭ নং পলাতক আসামি সোহেল রানা (আশা) (৪৫), পিতা-আফজাল হোসেন, সাং-মোল্লাতেঘড়িয়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে কুষ্টিয়া জেলার সদর থানার মোল্লাতেঘড়িয়া এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।