মাফুজুর রহমান নিজস্ব প্রতিবেদক
আজ ২৫ আগস্ট বিকেলে ধামইরহাট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ ময়নুল হোসাইনকে (৪৫) বিভিন্ন জনের কাছ থেকে জমি খারিজের নাম করে ঘোষ গ্রহণের দায়ে বৈষম্য বিরোধী ছাত্ররা আটক করে থানায় হস্তান্তর করেছেন।
এ ব্যাপারে মোঃ তোফাজ্জল হোসেন বাবু (৫০) পিতা মৃত কছিম উদ্দিন, সাং পলাশবাড়ী, থানা ধামইরহাট, জেলা নওগাঁ, সার্ভেয়ার ময়নুল হোসাইন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে বাদীর নিকট থেকে ময়নুল হোসাইন খারিজের কথা বলে ৩২ হাজার টাকা গ্রহণ করেন। একই অভিযোগপত্রে আরো কয়েকজনের নিকট থেকে খারিজের কথা বলে টাকা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সার্ভেয়ার ময়নুল কে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।