বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১১ অপরাহ্ন
Title :
ধামইরহাটে শহীদ বায়েজিদ স্বরণে বি আর টি সি যাত্রী সেবা উদ্বোধন করা হয়েছে ধামইরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন ধামইরহাটে বিবাহিত নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ধামইরহাটে পৌর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় জামায়াতের শীতবস্ত্র বিতরণ ধামইরহাটে ফসলি জমি নষ্ট করে পুকুর খননের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা ধামইরহাটে সরকারি পরিত্যাক্ত বালু লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আবু হানিফ ধামইরহাটে আনসার সদস্যকে মারধর করার অভিযোগ ধামইরহাটে সরকারি ভাবে ধান চাল ক্রয় উদ্বোধন ধামইরহাটে ঐতিহ্যবাহী জাতীয় উদ্যান আলতা দিঘী উন্নয়নের নামে চলছে কাজের অনিয়ম

এবার সকল  অপকর্মের জট খুললেন  সাভারের  সান্দাবাসী 

বিশেষ প্রতিনিধি  মো: ইমরান  মোল্লা   
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৫০ Time View

বিশেষ প্রতিনিধি  মো: ইমরান  মোল্লা   

সাভারে বনগাঁও  ইউনিয়নে সান্দার  ভূমি দস্যুদের  তীব্র যন্ত্রণায়  অতিষ্ঠ এলাকাবাসী। দৃর্নীতির কবলে পড়েছে এলাকার ভূমিহীন। একটি আওয়ামীলীগের  কুৎচক্র দল এসে পুরো এলাকাটা গ্রাস করে। চক্রের  মূল হুতা মির মেহেদী  হাসান । আওয়ামীলীগ  সরকার ক্ষমতাই  থাকা অবস্থায়  কোটি কোটি হাতিয়ে নিয়েছেন সান্দা বাসীর থেকে। ভূয়া কাগজ পএ তৈরি করে, ক্ষমতার অপব‍্যহার করে, মানুষকে জিম্মি করে  ইনকাম করেন কোটি টাকা। সরকারি  গাছ কাটা, সরকারি  জমি বিক্রি , মানুষকে ঘরে বন্দিকরে নির্যাতন, মিথ‍্যা মামলা সহ  নানা অপকর্মে লিপ্ত হন  মির মেহেদী  হাসান।  এতো দিন ভয়ে মুখ খুলেন নি এলাকার মানুষ । সরকার পদত‍্যাগের পড়ে একের পড় এক অপকর্মের জট খুলতে থাকেন সান্দাবাসী। পুলিশের  হুমকি  দিয়ে ঘরবাড়ি দখলসহ, পুরো এলাকার জমি  নিজের আয়ত্বে নেন, এমনকি মানুষ  ও তার দাস হিসাবে পরিনত হতো। আওয়ামীলীগ  বিলুপ্ত হওয়ার পড়ে তার নামে সাভার  মডেল থানায়  একাধিক বার অভিযোগ  হয়েছে। তবুও থামছে না মির মেহেদী  হাসান। সাভার থানা অসহায়  পরিবার পূর্ণ বাসন বহু মুখী সমবায় সমিতি নাম ধারণ করে, অবৈধ  ভাবে গড়ে তোলেন প্রতিষ্ঠান।  নির্বাচন  ছাড়াই সভাপতির দাবিদার মির মেহেদী  হাসান।  বর্তমান সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ  করছি যে, এক নম্বর  ছিটার, বাটপার, ঠকবাজ, প্রতারক  ও  চক্র পুরো দল সহ দলের নেতা আওয়ামীলীগের  সদস্য  মির মেহেদী  হাসান কে খুবই  দ্রুত আইনের আওতায়  এনে দৃষ্টান্ত  মূলক শাস্তির ব‍্যবস্থা করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102