বিশেষ প্রতিনিধি ইমরান হোসেন
ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ শৌলজালিয়া গ্রামের শ্যামল বৈষ্ণব এর বাড়িতে ৬-৭ জন ডাকাতি করার সময় আল-আমিন (৩০ পিতাঃ মৃত মোতাচ্ছের আকন, গ্রাম : বলতলা, পোস্ট: দোগনা, থানা: কাঠালিয়া, জেলা: ঝালকাঠি কে উক্ত এলাকার পাহারা রত সদস্যরা ধরে ফেলেন এবং মারধর করেন।
জিজ্ঞাসা করে জানা যায় মো. তানজিল হাসান ওরফে জনি (৩০) সাথে ছিল পালিয়ে যায়। কাঠালিয়া উপজেলার দক্ষিণ আউরা মো. জাকির হোসেন ওরফে মজনু পঞ্চায়েতের ছেলে জনি।
পরবর্তীতে ডাকাত সদস্য আল-আমিনকে কাঠালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং চিকিৎসার জন্য তাকে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।