মো; দেলোয়ার হোসেন টাঙ্গাইল জেলা ক্রাইম রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মধুপুর জাতীয়তাবাদী মহিলা দল।
সোমবার (২৬ আগস্ট)দুপুর ২টার দিকে আব্দুস ছালাম পিন্টুর মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মধুপুর উপজেলা ও পৌর শাখা কর্তৃক এক বিশাল মিছিল বের হয়।
মিছিলটি মধুপুর বাসাবাড়ি মার্কেট থেকে বের হয়ে মধুপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও বাসাবাড়ি মার্কেটে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মধুপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হামিদা বেগম, মধুপুর পৌরসভার সাবেক সভাপতি সোনিয়া আকন্দ সহ সেলিনা বেগম, হাবিজা, কনিকা প্রমুখ।