ধামইরহাটে মাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই ¯েøাগানকে সামনে রেখে এক মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এলাকার ছাত্র ও যুবসমাজের আয়োজনে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের হরিকতীডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে গ্রামের তরুণ ও যুবসমাজের পাশাপাশি এলাকার শতশত মানুষ অংশগ্রহণ করে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান,ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম,সাবেক চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী দেওয়ান কবির,বিজিবি কোম্পানি কমান্ডার কে.এম শরিফুল ইসলাম,বেনীদুয়ার মিশনের ক্যাথলিক ফাদার মাইকেল কোড়াইয়া, মোস্তাকিম হোসেন, আহসানুল আরিফ, আল-আমিন রাসেল, আরমান আহমেদ জোভান, সাংবাদিক মমিনুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা মাদকের অবাধ ব্যবহার বন্ধ ও মাদক নির্মূলে পুলিশ প্রশাসনসহ এলাকার সচেতন সমাজকে এগিয়ে আসার আহŸান জানান।