স্টাফ রিপোর্টার : মো জুয়েল রানা
টাঙ্গাইলে সখীপুর থানা পুলিশের উদ্যোগে চু’রি, ডা,কা,তি এবং যে কোন ধরণের অ’প্রীতি’কর ঘট’না প্রতিরোধে উপজেলার ঘেচুয়া বাজার হতে আমের চারা বাজার পর্যন্ত পুলিশ চেকপোস্ট এর আশপাশ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে..
সখিপুর থানার এস আই ৪ নং যাদবপুর ইউনিয়ন এর দায়িত্ব রত বিট অফিসার আ: রাজ্জাক জানান সখিপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, ও ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদ এর ( চেয়ারম্যান ) এ কে এম আতিকুর রহমান এর নেতৃত্বে সখিপুর উপজেলার ঘেচুয়া বাজার হতে আমের চারা বাজার পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে । তিনি আরো জানাই রাতের অন্ধকারে রাস্তার পাশে থাকা গাছ ফেলে চুরি ডাকাতি সহ বিভিন্ন অ’প্রীতি’কর ঘট’না ঘটে থাকে । এ বিষয়ে সখিপুর থানার ,অফিসার ইনচার্জ, শেখ শাহিনুর রহমান, বলেন চুরি ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম করেন এরকম অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে,
এবং এ কে এম, আতিকুর, রহমান আতোয়ার, চেয়ারম্যান বলেন আমরা জনগণের সেবক, এ এরকম ঘটনা আর যেনো না ঘটতে পাড়ে এ বিষয়ে,সখিপুর থানা পুলিশ ও স্থানীয় সাধারন মানুষের সচেতন হতে হবে।