ধামইরহাটে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
মোঃ সহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর ধামইরহাট ফুটবল উন্নয়ন সমিতির উদ্যোগে এক নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ধামইরহাট সরকারি এমএম কলেজ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ধামইরহাট গ্রীন ভয়েজ নারী ফুটবল দল এবং বদলগাছী প্রমীলা ফুটবল দল অংশগ্রহন করেন, ধামইরহাট ফুটবল উন্নয়ন সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোসা.সামিনা পারভীন পলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামইরহাট ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি এলাকার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো.হানজালা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় ও জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সাবেক সম্পাদক মো.এনামুল হক,বিএনপি নেতা শহিদুল ইসলাম সরকার,এমএ ওয়াদুদ,শামীম কবির মিল্টন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম,পতœীতলা উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম শেফা,নারী নেত্রী সেলিনা আক্তার,শাহিনা আক্তার,সাথী রাণী,প্রধান শিক্ষক আব্দুর রহমান,আলহাজ¦ মো.রুহুল আমিন,যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন,মোসাদ্দেক হোসেন,যুবদল নেতা রুবেল হোসেন রতন,ছাত্রদল নেতা রুমন প্রমুখ। বিপুল সংখ্যক ক্রীড়ামুদি খেলাটি উপভোগ করেন।