তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নিহত
মাফুজুর রহমান নিজস্ব প্রতিবেদক
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আমরা গভীরভাবে শোকাহত।
কক্সবাজারের মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭/৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এসময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক মৃত ঘোষণা করা হয়।
উল্লেখ্য, লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
দেশমাতৃকার সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ আমাদের সবার অন্তর ব্যাথাতুর করে দিয়েছে।গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে আমরা আল্লাহর কাছে তার এই আন্তত্যাগকে শাহাদাতের মর্যাদার জন্য দুয়া করছি। এবং সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা সেনাবাহিনীকে দেশ ও উম্মাহর অতন্দ্র প্রহরী হিসেবে কবুল করুন। দেশকে মাদক ডাকাত এবং দূর্নীতিমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান করছি। আল্লাহ তায়ালা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ারের ভুল ভ্রান্তি ক্ষমা করে শাহাদাতের মর্যাদা নসীব করুন।
সংগৃহীত