ধামইরহাটে গরু খামারের নামে প্রতারণা
ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে গরু খামারের নামে প্রতারণা করার অভিযোগ উঠেছে, খামার মালিক ফিজার আহমেদের বিরুদ্ধে, উপজেলার তালঝাড়ী গ্রামে ফিজার আহমেদের একটি গরুর খামার রয়েছে সেখানে সরজমিনে গিয়ে দেখা যায় ১৫/২০ টি গরু রয়েছে, ৩০ টি পাগল রয়েছে, এ বিষয়ে স্থানীয়, আবদুল কুদ্দুস বলেন, কয়েকদিন আগে ফিজার আহমেদ। কয়েকটি পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে ধামইরহাটে উপজেলায় তার চেয়ে বড় গরু খামারি নেই বলে একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে নিউজ দেখতে পাই নিউজ টা দেখে আমরা খুবই মন ক্ষুন্ন এলাকাবাসী কারণ আমাদের উপজেলায় বিভিন্ন জায়গায় অসংখ্য গরু খামারি রয়েছে এক একটা খামারে অন্তত ৫০ -১০০ গরু রয়েছে এবং আমাদের উপজেলায় একটা বাড়িতেও অন্তত (৩০) টি ( ৩৫)টা গরু রয়েছে, মকবুল হোসেন বলেন ফিজার আহমেদ গরুর ধামইরহাট উপজেলায় খামার করছে আমরা খুশি কিন্তু ( ২০) টি গরু দিয়ে কখনোই ধামইরহাট উপজেলার সবচাইতে বড় খামারী হওয়া যায় না এটা খুবই দুঃখজনক আমরা ওনার নিউজ এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, কারন আমাদের গ্রামে এখনো অনেকের বাড়িতে( ৫০) এর উপরেও গরু আছে, শাকিল হোসেন বলেন আমরা কৃষক গরু ছাগল লালন-পালন করে দশটা টাকা আমরা রোজগার করি এরকম প্রতারণা করে মানুষের সামনে জাতির সামনে ধামইরহাট উপজেলার সবচাইতে বড় খামারি বলা, ফিজার আহমেদের ঠিক হয় নাই এটা অত্যন্ত দুঃখজনক, উপজেলার সচেতন মহলের কয়েকজনের সঙ্গে কথা হলে নাম প্রকাশ করতে অনিচ্ছুক তারা বলেন, ফিজার আহমেদের, বিরুদ্ধে অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে ইতিমধ্যেই আমাদের উপজেলায় প্রতিবন্ধী নামক একটি স্কুল প্রতিষ্ঠিত করার নামে এলাকার স্থানীয় বেকার যুবকদের চাকরি দেওয়ার কথা বলে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করেছে স্থানীয় এমপি শহিদুজ্জামান সরকার ও আওয়ামী লীগের কান্ডারী ফিজার আহমেদ, কয়েকজনকে চাকরিও দিয়েছে তারা বেতন পর্যন্ত পায় না বাধ্য হয়ে অন্য এনজিও তে চাকরি করতেছে, আবারো নতুন করে এলাকায় ভালো থাকার জন্য বড় গরু খামারি বলে মানুষকে ভুলভাল তথ্য দিয়ে প্রতারণা করে যাচ্ছেন ফিজার আহমেদ। এখনো প্রতিবন্ধী স্কুলে যায় দেখেন অসংখ্য বেকার যুবকদের হাজারী কান্না তারপরও আবার নতুন করে প্রতারণা শুরু করেছে এলাকাবাসী কাছে, ফিজার আহমেদ, আমরা চাই দ্রুত এই ফিজার আহমেদের বিরুদ্ধে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন,এ বিষয়ে ফিজার আহমেদের সঙ্গে কথা বলার জন্য তার খামারে গেলে অনিচ্ছুক প্রকাশ করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নাই।