স্টাফ রিপোর্টার : রাজশাহী
রাজশাহী নগরীতে চাঁদাবাজি বন্ধে রাজপথে নেমেছেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর সরকারী সিটি কলেজের সামনে থেকে সোনা দিঘি মনিচত্তর এলাকা ঘুরে রাস্তার পাশে ফুটপাত ব্যবসায়ীদের চাঁদা দিতে এবং কেউ চাঁদা নিতে আসলে তাদের প্রতিহিত করতে বলেন তিনি।
কথা না শুনলে আমাকে ফোন দিবেন বলে ব্যবসায়ীদের তার মুঠো ফোনের নাম্বার দিয়ে আসেন এমদাদুল হক লিমন।
লিমন বলেন,স্বাধীন দেশে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। রাজশাহী নগরীতে কেউ যদি চাঁদাবাজি করতে আসে তাহলে তাদের প্রতিহত করবে রাজশাহী মহানগর ছাত্রদল ও সরকারী সিটি কলেজ ছাত্রদল। তিনি ব্যবসায়ীদের আরো বলেন চাঁদা নেওয়া এবং চাঁদা দেওয়া দুটোই অপরাধ। আপনারা কোন দুষ্কৃতকারীকে চাঁদা দিবেন না। আমি প্রশাসনের সাথে চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত কথা বলব যাতে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেয়।
এছাড়াও জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন,ছাত্রদল নেতা লিমনের এমন উদ্যোগ প্রশংসনীয়। আমরা চাই তার মাধ্যমেই বাজার এলাকায় চাঁদাবাজি বন্ধ হোক। আমরা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে প্রতিদিন চার পাঁচশত টাকা ইনকাম করি। এখান থেকে যদি এক দু’শ টাকা চাঁদাবাজড়ায় নিয়ে যাই তাহলে আমরা না খেয়ে মরে যাব।