মাফুজুর রহমান নিজস্ব প্রতিবেদক
নওগাঁর ধামইরহাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। মৃত বড় ভাইয়ের মরদেহ পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে উপজেলার রসুলবিল রাঙ্গামাটি গ্রামে বাবলু হোসেনের ছেলে মামুনুর রশীদ (৪২) ও ছোট ভাই মাইনুর রহমান (৩৫) রবিবার মাগরিবের সময় জমি জমা সংক্রান্ত বিষয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে মারপিটের শুরু হয়। এতে ছোট ভাই মাইনুর রহমানের আঘাতে বড় ভাই মামুনুর রশীদ গুরুত্বর জখম হলে তাকে জেলার পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনুর রশীদকে মৃত ঘোষনা করেন
এবিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাইসুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলেই আছি, এখন পর্যন্ত খুনিকে গ্রেফতার করা যায় নাই তবে গ্রেফতারের অভিযান চলছে।