মাফুজুর রহমান নিজস্ব প্রতিবেদক
নওগাঁর ধামইরহাট উপজেলার ৬নং জাহানপুর ইউপির সাহাপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে মোঃ আমিনুল ইসলামের একটি লাল ও সাদা রংয়ের গাই গরু ০৩/১০/২০২৪ইং তারিখে (বৃহস্পতিবার) তার নিজ বাড়ি গোয়াল ঘর হইতে আনুমানিক রাত্রি একটাই চুরি হয়।
মোঃ আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাইসুল ইসলাম নির্দেশে সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ০৭/১০/২০২৩ইং (সোমবার) জয়পুরহাটে জামালগঞ্জ এলাকা হইতে দুই চোরসহ গরু উদ্ধার করেন, আসামি ১/ জয়নাল আবেদীন (৫০) পিতাঃ আঃ সামাদ সাংঃ- বৈদ্যবাটি থানাঃধামইরহাট জেলাঃ নওগাঁ ২/ লোকমান (৬০) পিতাঃ-ইজ্জত আলী থানাঃজয়পুরহাট জেলাঃ জয়পুরহাট।
অফিসার ইনচার্জ রাইসুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে ।
সাব ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, চুরি বেড়ে গেছে সবাইকে সাবধানে থাকতে হবে এবং ধামইরহাট থানা পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছেন ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অফিসার ইনচার্জ স্যারের নির্দেশে নাইট ডিউটিতে তৎপর রয়েছেন ডিউটিরত পুলিশ কর্মকর্তাগন ।