ধামইরহাটে নওগাঁ জেলা প্রশাসকের মন্দির পরিদর্শন
মোঃ সহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর ধামইরহাটে শারদীয় দূর্গাপূজায় গৃহীত নিরাপত্তাব্যবস্থা তদারকী করতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধায় উপজেলার পৌর এলাকায় অবস্থিত মন্দিরগুলো পরিদর্শন করেন তিনি,এসময় স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভারপ্রাপ্ত উপপরিচালক মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সৈকত ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আসমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, তথ্য সেবা কর্মকর্তা ইসতিকা আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এবারে উপজেলার পৌর ও ইউনিয়ন পর্যায়ে মোট ৩০টি মন্দিরে শারদীয় দূর্গাপূজার কার্যক্রম চলছে। প্রতিটি মন্দিরে পূজা যেন নিবিগ্নে উদযাপন করতে পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ভুমিকা পালন করবে বলে জানান নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।