ধামইরহাটে এ কেমন শত্রুতা গাছের সাথে
মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট নওগাঁ অফিসঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলার ৪নং উমার ইউনিয়নের চকমহেষ, গ্রামের মোঃ কছিমউদ্দিন (৬০) কাওছার হোসেন (৩০) এর বিরুদ্ধে ৪০টি গাছ কাটার অভিযোগ উঠেছে,ভুক্তভোগী মোঃ ছমির উদ্দিন সরদার (৫২) পিতা মৃত বছির উদ্দিন সাং মঙ্গলিয়া থানা ধামইরহাট জেলা নওগাঁ। সুন্দরা মৌজায় আমাদের একটি সম্পত্তি রয়েছে যাহার জেএল নং ৬৪,আর এস খং নং ৭২,হাল দাগ নং ২৭৬ এ ০৮ শতাংশ জমি আমাদের বাবা বছির উদ্দিন সরদার এর নামে খতিয়ানভুক্ত জমি তফসীলি জমি হইতে আমাদের বসতবাড়ি দূরে হওয়ায় উক্ত সুযোগে মোঃ কছিমউদ্দিন (৬০) ও তার ছেলে, কামাল (২৫) কাওছার (৩০) ওই জমি অন্যায় ভাবে জবরদখল করে থাকে, আমরা বিনয়ের সাথে তাদের সঙ্গে কথা বলি সে বলে এ জমি আমার। অন্যায় ভাবে আমাদের জমি দখল করেন জমি ছাড়ার কথা বললে তারা আমাদের উপরে দফায় দফায় সন্ত্রাসী কায়দায় মারধর করার চেষ্টাও করেছে, গত ১২-১০-২০২৪ ইং তারিখ রোজ শনিবারে সকালে আমাদের জমিতে আমরা (৪০) টি গাছ রোপন করি,শনিবার রাতে ৪০ টি গাছ সম্পূর্ণ কেটে ফেলে দেয় বিবাদী পক্ষ, পরে রবিবারে সকালে আবারো গাছ রোপন করি রবিবার বিকেল পাঁচটার সময় সব গাছ আবারো কেটে ফেলে দিয়েছে তারা, এর আগে অবৈধভাবে জমি দখল করাকে কেন্দ্র করে ধামইরহাট থানায় আমি বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছিলাম। তদন্তকারী কর্মকর্তা এসআই জিল্লুর রহমান। কয়েকবার থানায় আমাদেরকে ডেকেছে, আমরা থানায় গেলেও বিবাদী পক্ষ থানায় হাজির হয় না তদন্তকারী কর্মকর্তা এসআই জিল্লুর রহমান আমাদেরকে বলেছে আপনারা (১০৭) (১১৭) ধারায় একটি অভিযোগ দেন আমরা মামলা রেকর্ড করবো। এবিষয়ে বিবাদী মোঃ কছিমউদ্দিন (৬০) ও তার ছেলে কাওছার এর সঙ্গে কথা হলে তারা বলেন এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি, হঠাৎ করেই কে বা কারা আসে গাছ রোপন করেছে শনিবারে সকালে আমি চারা কেটে ফেলে দিয়েছি। আবার রবিবারে গাছ লাগিয়েছিল আবারো রবিবার বিকেল পাঁচটার সময় সবগুলো গাছ কেটে দিয়েছি। থানায় বসার কথা আছে বুধবারে বসবো, অথবা তারা আদালতে মামলা করুক মামলার পরে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি,এ বিষয়ে ধামইরহাট থানার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই জিল্লুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, এরকম একটা অভিযোগ আমি পেয়েছি আমি বিবাদীগণকে বারবার তাদেরকে থানায় ডেকেছি কিন্তু থানায় আসে নাই তারা বরং তারাই বলছে আমরা যাবো না আপনি যা পারেন করেন বলে জানিয়েছেন তিনি।