ধামইরহাটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উমার ইউনিয়নের নেতৃবৃন্দের নিয়ে প্রস্তুতি সভা
মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার সকাল ১০ টায় ধামইরহাট বিএনপির স্থানীয় কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক সদস্য মো. শহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে উপজেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম (শামিম) এর সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব হানজালা প্রধান অতিথির বক্তব্য বিএনপির অন্যতম নেতা আলহাজ্ব হানজালা। বলেন ধামইরহাট উপজেলার (৪) নং উমার ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপন করতে হবে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরোও বলেন কেউ যেন দলের নাম ভাঙ্গিয়ে দুর্নীতির সঙ্গে জড়িত না থাকে বিএনপি দুর্নীতি মুক্ত, দল আমাদের এই দলে কোন অনিয়ম দুর্নীতি নাই এবং আগামীতেও থাকবে না এই আশাবাদী নেতাকর্মীদের কাছে প্রকাশ করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম (লিটন), উমার ইউনিয়ন বিএনপির আহবায়ক হেলাল হোসেন, যুবদলের আহবায়ক আতোয়ার রহমান, যুগ্ন আহবায়ক ফারুক হোসেনসহ উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।