রংপুরে ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর
রংপুরে নিখোঁজের ছয় দিন পর জিকরুল হক (৪০) নামে এক ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বদরগঞ্জ উপজেলার দমোদরপুর আমরুল বাড়ি বটতলী এলাকার আলালের ইটাভাটার পাশের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। জিকরুল দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি পলিপাড়ার মজমুল হকের ছেলে,পুলিশ স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৮ জুলাই সকালে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে জিকরুল আর ফেরেনি। পরিবারের লোকজন রাতে আত্মীয়-স্বজনসহ পরিচিতজনদের বাড়িতে তাকে খোঁজাখুঁজি করেও পাননি। শনিবার সকালে স্থানীয় এক বাসিন্দা ইটভাটার পাশের ঘাস কাটতে গিয়ে জঙ্গলে জিকরুলের অর্ধগলিত লাশ দেখতে পায়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে,বদরগঞ্জ থানার ওসি হাসান কবির বলেন, জিকরুলের মরদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের ছেলে থানায় একটি ইউডি মামলা করেছে।