ধামইরহাটে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার হ্রাস বিষয়ে কমিউনিটিতে গম্ভীরার মাধ্যমে সচেতনা বৃদ্ধি
মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট পৌরসভায় মাস ব্যাপি পরিচ্ছন্নতা কাযক্রমের অংশ হিসাবে অদ্য ২৭/১০/২০২৪ খ্রি. কমিউনিটিতে গম্ভীরা গানের মাধ্যমে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কঠিন বজ্য ব্যবস্থপনা, পলিথিন ও প্লাস্টিক ব্যবহার হ্রাস, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল এবং সুশাসন ও নাগরিক সুবিধা সম্পকে এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের আয়োজন করেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অগারাইজেশন (ইএসডিও)। স্থানীয় সরকার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট মিডিয়া বিভিন্ন শ্রেণি পেশাজীবি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ৬৫০ জন জমায়েত হয়ে গম্ভীরা অনুষ্ঠান উপভোগ করেন। স্থানীয় সরকার প্রতিনিধি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিল মো: সোহাগ, কনজারভেন্সি ইন্সিপেক্ট, ধামইরহাট পৌরসভা, নওগাঁ। ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব মো: আব্দুল আজিজ মন্ডল, মো: আমজাদ হোসেন, নুরুল ইসলাম, উজ্জল হোসেন সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।