ধামইরহাটে চুরিকৃত বালু নৈশ্যপ্রহরীর হাতে আটক
ধাামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর বালু মহাল এলাকা থেকে রাতের আধারে দুস্কৃতিকারীদ্বারা চোরাই হতে যাওয়া বালু আটক করা হয়েছে। ৩ নভেম্বর রাত ৩ টায় রসপুর বাজারের দায়িত্বপ্রাপ্ত নৈশ্যপ্রহরী মো. মজনু হোসেন দুটি বালু ভর্তি ট্রাক্টর আটক করে, ইতিপূর্বেও স্থানীয় সিরাজুল ও আমিনুরের নেতৃত্বে প্রায় ৬ গাড়ি বালু নিয়ে যেতে দেখেছেন তিনি। রসপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে নৈশ্যপ্রহরী মজনু হোসেন জানান, ‘চর থেকে তোলা এসব বালু আমার জমির, তাই আমি এসব বালু আটক করেছি, ইতিপূর্বে আগের ইজারাদারের লোকজন আমার জমিতে বালু রেখে ৩ হাজার টাকা মাসিক চুক্তিতে জায়গা ভাড়া দিয়েছিলাম, বর্তমানে টাকা পাইনা, এখন জমিটিতে থাকা বালু আমারই, কোন মহালের বালু আমার নয়। এই ঘটনায় স্থানীয় সিরাজুল মৌলভী ও তার লোকজন আমাকে মারপিট করেছে, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছি।’ এলাকাবাসী ও স্থানীয়রা জানান, বালু চুরির এই চক্রের সাথে সিরাজুল ও যুবদলের নেতা আমিনুর সহ একটি প্রভাবশালী মহল যুক্ত রয়েছে বলে ভুক্তভোগী মজনু জানান, প্রশাসনিক তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে। তবে রসপুর গ্রামের তহিদুল ইসলাম ইসলামের ছেলে তোসাদ্দেক হোসেন রতন বলেন, আমি শুনেছি এই ঘটনায় উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য তহিদুল ইসলাম ও রায়হান নামে একজন এই ঘটনায় জড়িত, তারাই এই ঘটনার সাথে সম্পৃক্ত বলে শুনেছি,অভিয্ক্তু তহিদুল ইসলামকে ০১৭১৯-৭৭১০৬৬ নম্বরে প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক মাসুদ সরকার তার ব্যবহৃত ০১৭৫২১৬৬০৯৪ নম্বর থেকে ঘটনার বিষয়ে একাধিক বার ফোন করা হলেও অভিযুক্ত তহিদুল ইসলাম তার ফোন রিসিভ হয়নি।#