স্টাফ রিপোর্টার রাজশাহী
অভিযোগ তুলে না নিলেই বাড়িঘর ভাচুর করবে মিস্ত্রি। শুধু তাই নয়, মিথ্যা অর্থ আদায় করছেন বাড়িওয়ালা এমন অভিযোগ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। নিরুপায় হয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর নওদাপাড়ার বাসিন্দা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার অবসরপ্রাপ্ত কর্মকর ডা. মো. ইয়াদ আলী।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহীয় বিভাগীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এসব কথা জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার নিজ বাড়ি উত্তর নওদাপাড়া। আমার ঐ ভিটায় পাকা গৃহ নির্মানের জন্য রাজমিস্ত্রি নাসিরকে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ দিই। সে যথারীতি কাজের প্রাপ্য দৈনিক মুজুরি নিতে থাকে। কাজ শেষে হঠাৎ সে দাবি করে আমার কাছ থেকে সে ১ লক্ষ ৯০ হাজার টাকা পাবে।
কোন ক্ষেত্রে সে টাকা পায় হিসেব চাইলে হিসেব দিতে অস্বীকৃতি জানায়। সে আমার কাছ থেকে টাকা আদায় করতে নানান হুমকি প্রদান করে।সে জানায় তাঁকে আমি কাজের কোনো টাকা প্রদান করিনি। এদিকে সে আমার কাছ থেকে বিভিন্ন সময়ে ২ লক্ষ ২২টাকা নেয়। সেই টাকার বিষয়ও রাজমিস্ত্রি অস্বীকার করছে।
তিনি আরও বলেন, গত ৩১ অক্টোরব থেকে আমার কাছ থেকে টাকা আদায়ের বিষয়ে হুমকি দিতেই আছে। এক ব্যক্তি সেনাবাহিনী পরিচয় দিয়ে আমার কাছ থেকে ১ লক্ষ ৯০ হাজার টাকা পরিশোধ করতে চাপ প্রয়োগকরে। তাছাড়া বসত বাড়ি ভাংচুরও মিথ্যা মামলা দেয়ার ভয় দেখায়।
ডা.ইয়াদ আলী আরও বলেন, ৫ নভেম্বর বিষয়টি নিয়ে শাহমখদুম থানায় অভিযোগ দায়ের করেছি। এঘটনায় আমি ও আমার পরিবারবর্গ আতঙ্কে আছি। সুষ্ঠু তদন্তপূর্বক বিষয়টি দ্রুত আমলে নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। সেই সাথে আমার দেয়া অর্থ ফিরিয়ে দেয়ার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মিস্ত্রি নাসিরের সাথে ফোনে যোগাযোগ করলে নম্বর বন্ধ পাওয়া গেছে।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।