কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বরে অভিযান চালিয়ে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১টি মাইক্রোবাসসহ গ্রেফতার ২
মোঃ মিন্টু শেখ ক্রাইম রিপোর্টার
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকা হতে ১৯ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ০১টি মাইক্রোবাসসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে,এরই ধারাবাহিকতায় ১৩/০৭/২০২৪ তারিখ ভোরে র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্বর বাসস্ট্যান্ড তায়েবা রেস্টুরেন্টের বিপরীত পার্শ্বে যাত্রী ছাউনীর সামনে ঢাকা-খুলনা হাইওয়ে রোডে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি একটি মাইক্রোবাসে করে গোপনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ০১নং আসামী মোঃ আবুল কালাম সোহেল (৩২), পিতাঃ আবুল বাশার, সাং-মধুপুর, থানাঃ ফেনী সদর, জেলাঃ ফেনী, ০২ নং আসামী আব্দুল মতিন (৪২)পিতাঃ মৃত নুরুল আলম, সাং- চরপার্বতীপুর থানাঃ কোম্পানীগঞ্জ, জেলাঃ নোয়াখালীদের’কে আটক করেন। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের হেফ্জাত হতে ১৯ কেজি ২০০ গ্রাম গাজা ও গাজা পরিবহনের কাজে ব্যাবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।