মোঃ মিন্টু শেখ ক্রাইম রিপোর্টার
নড়াইলে দুটি পৃথক অভিযানে ৬০(ষাট) পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ পুরিয়া(০১ গ্রাম) হিরোইনসহ ০৪ জন গ্রেফতার মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রবিন খান ওরফে বাবু খান (২৭) ও মোঃ আরমান সরদার (২২) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রবিন খাঁন ওরফে বাবু খাঁন (২৭) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন দোয়া মল্লিকপুর গ্রামের পটু খাঁর ছেলে এবং মোঃ আরমান সরদার (২২) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন চর মল্লিকপুর গ্রামের পলাশ সরদারের ছেলে। গত ১৫ জুলাই’২৪ রাত ২২ঃ৪৫ ঘটিকার দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ৯ নম্বর মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর সাকিনে খেয়া ঘাটের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) তৌফিক হাসান ও এএসআই (নিঃ) মীর আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রবিন খাঁন ওরফে বাবু খাঁন (২৭) ও মোঃ আরমান সরদার (২২) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
অপর একটি অভিযানে আব্দুর রশিদ শিকদার (৪২) ও শাকিল মোল্লা (১৯) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিয়া থানার পেড়লী ক্যাম্পের পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রশিদ শিকদার (৪২) যশোর জেলার অভয়নগর থানার চন্দ্রপুর গ্রামের মৃত জালাল শিকদারের ছেলে ও শাকিল মোল্লা (১৯) নড়াইল জেলার কালিয়া থানার জামরিলডাঙ্গা গ্রামের ফেরদৌস মোল্লার ছেলে। গত ১৫ জুলাই’২৪ ২২ঃ৪০ ঘটিকার সময় পেড়লী ফাজেল আহমেদ মাধ্যমিক বিদ্যালয় এর খেলার মাঠের পুর্ব পাশ হতে তাদেরকে আটক করা হয়। কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আজিজুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামি আব্দুর রশিদ শিকদার (৪২) ও শাকিল মোল্লা (১৯) দেরকে গ্রেফতার করে। এ ধৃত আসামিদের হেফাজতে হতে ১৫ পুরিয়া হিরোইন ওজন ১ গ্রাম উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।