ধামইরহাটে সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার
মোঃ সহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলার ৪ নং উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক, ওবায়দুল হক সরকার ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার আওয়ামী লীগের সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছে, ধামইরহাট উপজেলার ৪ নং উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক সরকার। বলে অভিযোগ পাওয়া গেছে, অনুসন্ধানে সরজমিনে গিয়ে এলাকার স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বললে নাম প্রকাশ করতে অনিচ্ছুক তারা বলেন স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছে, ওবায়দুল হক সরকার পরিষদে অনুপস্থিত রয়েছে, বিপাকে পড়তে হচ্ছে আমাদের এলাকার স্থানীয়দের, এলাকার স্থানীয় যুবক রিপন, বলেন গত ১৭ বছর ধরে বিনা ভোটে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এর ক্ষমতা দেখিয়ে নানা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও
৪ নং উমার ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, যার কারণেই ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই দীর্ঘদিন ধরে পালিয়ে রয়েছেন তিনি, ধামইরহাট উপজেলার ৪ নং উমার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব রুহুল আমিন, বলেন চেয়ারম্যান ওবায়দুল হক সরকার ৫ আগস্ট সরকার পতনের পর কিছুদিনের ছুটি নিয়েছিল, ছুটি শেষ হওয়ার পরও তিনি পরিষদে আসেন নাই পরিষদে। যার কারনে বিপাকে পড়েছেন সাধারণ জনগণ। আমরা অনেকবার চেয়ারম্যান ওবায়দুল হক সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু চেয়ারম্যানের মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায় নাই। তিনি সিরাজগঞ্জে তার মেয়ে জামাইয়ের বাসায় রয়েছে, সেখান থেকে মাঝে মাঝে কল দিতেন আমাকে বলতেন আমি পদত্যাগ করব কাগজ রেডি করেন, আমরা সব রেডি করলেও চেয়ারম্যান পদত্যাগ করে নাই বরং তার পরিবারের সঙ্গেও কোন যোগাযোগ হয় নাই আমাদের বলে জানান তিনি, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান উপজেলার ( ৪) নং উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক সরকার ছুটি নিয়েছিলেন ছুটি শেষ হওয়ার পরও তিনি পরিষদে উপস্থিত হয় নাই, আমরা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছি ওনাকে অনুপস্থিত পেয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠিয়েছি বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ওবায়দুল হক সরকারের সঙ্গে যোগাযোগ +8801727-041040 করার চেষ্টা করলে তার ব্যবহার নাম্বারটি বন্ধ থাকায় সম্ভব হয়নি