ধামইরহাটে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান
মোঃ সহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান অর্থনৈত্তিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে ববি রানী, সফল জননী নারী ক্যাটাগরীতে ঝর্ণা রানী বর্মণ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে দিয়ে নতুন উদমে জীবন শুরু করেছে যে নারী ক্যাটাগরীতে সিরাজাম মনিরা, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে মরিয়ম বেগম, সমাজে উন্নয়নে অসামান্য অবদান রাখার ক্যাটাগরীতে জেসমিন আক্তারকে ক্রেস্ট প্রদান করেন।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, তথ্যসেবা কর্মকর্তা ইসতিকা আফরিন, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার ম্যানুয়েল হাঁসদা, জয়িতা নারী মরিয়ম বেগম, জেসমিন আক্তার।