ঢাকার পাশে ও মেট্রোরেলের সন্নিকটে সীমিত দামে বিক্রি হচ্ছে জমি
বিশেষ প্রতিনিধি মো: ইমরান মোল্লা :
ঢাকার পাশে মেট্রোরেলের সন্নিকটে সীমিত দামে বিক্রি হচ্ছে জমি। ২০ ফিট করে রাস্তা সহ মনোরম ও সুন্দর পরিবেশ। এখানে পাওয়া যাবে সব ধরনের জমি। ২ শতাংশ থেকে শুরু করে, দশ, পনের, বিশ এমন কি একশ শতাংশের উপরে ও জমি ০১৯৯৫৮০৮৫৫৪ এই নম্বরে যোগাযোগের মাধ্যমে ক্রয় করতে পারবেন। বিভিন্ন ধরনের জমির মধ্যে আরো রয়েছে, প্লট সিস্টেম। প্লটের মেইন সড়কে রয়েছে ৬০ ফিট রাস্তা। তা ছাড়া আরো পাশে ২০ ফিট সরকারি রাস্তা সহ সুন্দর সুন্দর বাড়ি যাহা বিক্রি করা হইবে। বিন্ডিং ঘর, টিন সেড, ও সেমিপাকা বাড়ির চারি পাশে রয়েছে সুন্দর প্রবেশ পথ। দেখার মতো মুগ্ধকর এক পরিবেশ। সেমিপাকা বাড়ির ভিতরে ৫ টি থাকার রুম ওসরুম সহ মটর এবং রান্না ঘর। সরকারি খাম্পা বা পিলার, রয়েছে বিদ্যুৎ লাইন, সহ এক চমৎকার প্রবেশ সড়ক পথ। এই সড়ক পথে, সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। প্লট বা জমি ক্রয় করে বাড়ি বানাতে পারবেন। কম্পিলিট বাড়ি ক্রয় করে সদ্য, বসবাস করা যাবে,মানুষের বসবাসের জন্য সকল সু_ ব্যবস্থা রয়েছে এখনি ০১৯৯৫৮০৮৫৫৪ এই ফোন নম্বরে যোগাযোগ করে খুব সীমিত দামে জমি ক্রয় করুন। সময় অপচয় না করে, এখনি চলে আসুন উপযুক্ত স্থানে বাড়ি বানানোর জন্য। খালি জমি, ছাড়া ও রয়েছে জমির উপর তৈরি করা বাড়ি যাহা বিক্রি করা হবে। সময় ও স্রোত যেমন কারুর জন্য অপেক্ষা করে না। তেমন ই সুন্দর পরিবেশের জমি চলে গেলে পরবর্তীতে তাহা আর ক্রয় করা সম্ভব নয়। সময় থাকতে এখনি চলে আসুন, খুব সুন্দর ও চমৎকার পরিবেশে।