মোঃ মাফুজুর রহমান
নিজস্ব প্রতিবেদক
নওগাঁর ধামইরহাটের উমার ইউনিয়নের চকচন্ডি গ্রামের মৃত সাখোয়াত হোসেন এর ছেলে মোঃ বায়েজিদ (২৩) নামে
কোটা আন্দোলনে ৪ রে আগস্ট গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের গাড়িতে নিয়ে গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতো তার পরিবারে মা দুই ভাই এবং এক বোন সে মেজো ছেলে ছিল সে বিবাহিত তার এক সন্তান রয়েছে ছোট যার বয়স ৭মাস। সে খুবই ভদ্র এবং অমায়িক ছেলে ছিল। তার এমন মৃত্যু মেনে নিতে পারতেছেনা তার পরিবার ।
তার বড় ভাই কারিমুল বলেন, আমার ভাইয়ের এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার চাই , আমাদের পরিবার খুবই নিম্ন গরিব আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের পরিবারে অন্ধকার নেমে এসেছে ।
তার মরদেহ ৬ আগস্ট মঙ্গলবার ঢাকা আশুলিয়া থেকে লাশটি নিয়ে আসে তার নিজ বাসভবন ধামইরহাটের চকচন্ডি গ্রামে আনুমানিক রাত্রি দুইটাই ।
৭ আগস্ট বুধবার সকাল ৮ টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার নিজ গ্রামে ।