মাফুজুর রহমান
নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে আশুলিয়ায় ধামইরহাটের ছেলে শহীদ বাইজিদ আহমেদ এর কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আল ইত্তেহাদ ফাউন্ডেশন
ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মোঃ বাইজিদ হোসেন (২২) গত ৫ই আগস্ট ভারতের পুলিশের গুলিতে শহীদ হন। জানা যায় তার স্ত্রী ও সাত মাসের একটি ছেলে রয়েছে। আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, সাধারণ সম্পাদক কাওছার হোসেন সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ তার জন্য দোয়া ও কবর জিয়ারত করেন, এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। তার পরিবারের ও সন্তানের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।