ধামইরহাট থানা পুলিশ কর্মস্থানে ফিরে আসায় ফুল দিয়ে বরণ করে নাই বিএনপি
মাফুজুর রহমান
নিজস্ব প্রতিবেদক
কর্মবিরতি শেষ করে নিজ নিজ থানায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন থানার পুলিশ। সোমবার (১২ আগষ্ট), নওগাঁ জেলার ধামইরহাট থানার পুলিশ সদস্য কর্মস্থলে ফিরাই জাতীয়বাদী বিএনপি ও অঙ্গ সংগঠন ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহারউদ্দিন ফারুকী বলেন, ধামইরহাট থানা পুলিশের যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। অত্র ধামইরহাট থানার সকলকে পুলিশিং সেবা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে। থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল জনসাধারণের সহযোগিতা কামনা করা যাচ্ছে এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে সারা বাংলাদেশে পুলিশের উপর ব্যাপক সংহিসতা চালানো হয়। এতে অন্তত ৪২ জন পুলিশ সদস্য প্রাণ হারান। দেশের অধিকাংশ থানায় চলে ধ্বংসযজ্ঞ। যার প্রেক্ষিতে পরবর্তীতে পুলিশ সদস্যগণ বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ১১ দফা দাবি দিয়ে কর্মবিরতি ঘোষনা করেন।
গত রবিবার (১১ আগষ্ট), মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পুলিশের সব দাবি মেনে নেয়া হবে বলে তাদেরকে কাজে ফেরার আহ্বান জানালে, পুলিশ সদস্যগণ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেন।