ধামইরহাটে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
শহিদুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
নওগাঁর ধামইরহাটে আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৪ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পৌর যুবদলের আহŸায়ক মো. আলতাব হোসেনের সভাপতিত্বে এক মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে মিছিল শেষে আবারো দলীয় কার্যালয়ে এসে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা,এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহŸায়ক সদস্য এম এ ওয়াদুদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুর রহমান সরকার, আহŸায়ক কমিটির সদস্য মো. হানজালা, সিনিয়র যুগ্ম আহŸায়ক আনোয়ারুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক মো. চপল, নেত্রী শাহিনা ইয়াসমিন, ছাত্রনেতা রবেল হোসেন রতন, মনসুর আলম, রোমন,অভি প্রমুখ।