ধামইরহাটে মারামারি ও বিস্ফোরণ মামলায় ৪ জনকে আটক করেছে পুলিশ
মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট নওগাঁ
নওগাঁর ধামইরহাটে ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে। গতকাল ৬ অক্টোবর রবিবার গত রাতে পুলিশের অভিযানে, নিজ নিজ বাড়ি থেকে তাদের ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলামের নেতৃত্বে, এস আই সাজ্জাদ হোসেন, এস আই ফিরোজ, সহ সঙ্গীয় ফোর্স গ্রেফতার করা হয়, এবিষয়ে ধামাইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি রাইসুল ইসলাম জানান , গত ৫ অক্টোবর শনিবার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে মারামারির ঘটনায় একই ইউনিয়নের জোতরাম গ্রামের রাজু হোসেন বাদী হয়ে ২৬ জনের নামে এবং ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ধামইরহাট থানায় মামলা দায়ের করে। মারামারি ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলা নম্বর ৬ তাং ৬/১০/২০২৪ । গ্রেফতারকৃতরা হলেন ১নং ধামইরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আঃ মজিদের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগ সম্পাদক আঃ ছালাম ফুল্টু (৩৭), ২নং আগ্রাদিগুণ ইউনিয়নের মনিহারি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ২নং ওয়ার্ড সভাপতি ইজাবুল হোসেন (৫২), একই ইউনিয়নের তালান্দর গ্রামের মোজাফফর রহমানের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা আতোয়ার হোসেন(৩৫) এবং ৪ নং উমার ইউনিয়নের মোসলেম উদ্দিন এর ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সম্পাদক গোলাম রব্বানী (৩৪) । উল্লেখ্য গত ৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় ৭ নং ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান এবং মামলার বাদী রাজু হোসেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে বিস্ফোরক ও মারামারি হয়। এবং সেই ঘটনায় রাজু হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেন, গ্রেপ্তারকৃত আসামিদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।