বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
Title :
ধামইরহাটে ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে শহীদ বায়েজিদ স্বরণে বি আর টি সি যাত্রী সেবা উদ্বোধন করা হয়েছে ধামইরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন ধামইরহাটে বিবাহিত নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ধামইরহাটে পৌর কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় জামায়াতের শীতবস্ত্র বিতরণ ধামইরহাটে ফসলি জমি নষ্ট করে পুকুর খননের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা ধামইরহাটে সরকারি পরিত্যাক্ত বালু লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আবু হানিফ ধামইরহাটে আনসার সদস্যকে মারধর করার অভিযোগ ধামইরহাটে সরকারি ভাবে ধান চাল ক্রয় উদ্বোধন

বগুড়া পল্লীমঙ্গল এলাকায় ব্যাংক লুট হওয়া টাকাসহ আলামত উদ্ধার গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৫৮ Time View

বগুড়া পল্লীমঙ্গল এলাকায় ব্যাংক লুট হওয়া টাকাসহ আলামত উদ্ধার গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া ডিবির অভিযানে বগুড়া সদর থানাধীন পল্লীমঙ্গল এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর এন.আর.বি.সি ব্যাংক এর উপশাখার ভল্ট ভেঙ্গে ৯,৭৮,৬১৪/- টাকা চুরি মামলার মূল রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও লুন্ঠিত টাকাসহ আলামত উদ্ধার,গত ২৫/০১/২০২৪ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকার পর হইতে ইং ২৭/০১/২০২৪ তারিখ সকাল অনুমান ০৫.৩০ ঘটিকার পূর্বে যে কোন সময় এন.আর.বি.সি ব্যাংক পিএলসি, পল্লীমঙ্গল উপ-শাখা, বগুড়ার ব্যাংকের ভল্ট ভেঙ্গে ভল্টে রক্ষিত সর্বমোট ৯,৭৮,৬১৪/-(নয় লক্ষ আটাত্তর হাজার ছয়শত চৌদ্দ) টাকা চুরি হয়েছিল । উক্ত ঘটনায় এজাহারের প্রেক্ষিতে বগুড়া সদর থানার মামলা নং-৮৭, তারিখ-২৭/০১/২০২৪; ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড-১৮৬০ রুজু হয়,মামলাটি তদন্তের পর্যায়ে বগুড়া জেলা পুলিশ সুপার জাকির হাসান, পিপিএম সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরাফত ইসলাম ও ইনচার্জ, ডিবি, বগুড়া’র নেতৃত্বে বগুড়া ডিবির একটি চৌকস টিম বগুড়া সদর থানার মামলা নং ৪৭, তাং ১৩/০৬/২০২৪ খ্রি., ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড ১৮৬০ মামলায় পূর্বে গ্রেফতারকৃত আসামী মোঃ জাহিদুল ইসলামকে পুনঃগ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের আদেশে ২ দিনের পুলিশ রিমান্ডে এনে নিবিড় জিজ্ঞাসাবাদে অত্র ঘটনার মূল রহস্য উদঘাটন ও তার দেওয়া তথ্য মোতাবেক (১৩ জুলাই) রাত ০১.৩০ ঘটিকার সময় গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন দহিচাড়া (বুলুমিয়ার বসতবাড়ীর পার্শ্ব) নিজ বসতবাড়ি হইতে ঘটনার সাথে জড়িত থাকা অপর আসামী মোঃ রিয়াজ উদ্দিন শেখ মিঠু (৪০) কে গ্রেফতারসহ,আলামত উদ্ধার করা হয়।
১। মোঃ জাহিদুল ইসলাম (২৯), পিতা-মৃত ফারাজ মুন্সি, মাতা-মোছাঃ জয়গুন, স্থায়ী সাং-হুকমাপুর, এপি সাং-বড় টেংড়া হারবালা আদর্শ গ্রাম, থানা ও জেলা-বগুড়া ২। মোঃ রিয়াজ উদ্দিন শেখ মিঠূ(৪০), পিতা-মৃত সিরাজ শেখ, সাং কামালের পাড়া, থানা-সাঘাটা, জেলাঃ গাইবান্ধা।্উ্দ্ধারকৃত আলামত,১। সর্বমোট ১,৫৮,৩৫০/-(এক লক্ষ আটান্ন হাজার তিনশত পঞ্চাশ) টাকা। (যা এনআরবিসি ব্যাংক হতে লুট করা ২ ১ টি সেলাই রেঞ্জ,৩ ১টি স্ক্রু ড্রাইভার,৪ ১টি লোহার তৈরী টায়ার লিভার (যা ব্যাংকের ভল্ট ভাঙ্গার কাজে ব্যবহার করা হয়েছিল,আসামী মোঃ জাহিদুল ইসলাম কে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত আছে বলে স্বীকার করেছেন ,ও তার দেখানো মতে তার নিজ বসত বাড়ি হতে এনআরবিসি ব্যাংকের লুট হওয়া ৫৭,২৫০/-(সাতান্ন হাজার দুইশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়। আসামী জাহিদুল আরো জানায় সে সহ মোঃ রিয়াজ উদ্দিন শেখ, মিঠূ (৪০) উক্ত ব্যাংকের ভল্ট ভেঙ্গে সর্বমোট ৯,৭৮,৬১৪/-(নয় লক্ষ আটাত্তর হাজার ছয়শত চৌদ্দ) টাকা চুরি করে। পরবর্তীতে আসামী মোঃ রিয়াজ উদ্দিন শেখ, মিঠূ(৪০) কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন দহিচাড়া (বুলুমিয়ার বসতবাড়ীর পার্শ্ব) আসামীর নিজ বসত বাড়ি হতে ১,০১,১০০/-(এক লক্ষ এক হাজার একশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামীদ্বয় পল্লীমঙ্গল এনআরবিসি ব্যাংকের ভল্ট ভাঙ্গার সময় সেলাই রেঞ্জ ,স্ক্রু ড্রাইভার ও লোহার তৈরী টায়ার লিভার ব্যবহার করে এবং টাকা চুরি শেষে উক্ত আলামত গুলো বগুড়া জেলার সদর থানাধীন পল্লীমঙ্গল এলাকায় ইট ভাটার পুকুরের ধারে ফেলে চলে যায় বলে স্বীকার করেছেন। পরবর্তীতে আসামীদের দেখানো মতে উল্লেখিত স্থান হতে উপরোক্ত আলামত উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামীদ্বয় আরো জানায় যে, পল্লীমঙ্গল এনআরবিসি ব্যাংক হতে চুরি করা টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে আত্মগোপনে চলে যায়,ধৃত আসামী জাহিদুল এর পিসিপিআর যাচাই অন্তে জানা যায়, তার বিরুদ্ধে ০২ টি চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন এবং ধৃত আসামী মোঃ রিয়াজ উদ্দিন৥শেখ,মিঠূ(৪০) এর পিসিপিআর যাচাই অন্তে জানা যায়, তার বিরুদ্ধে চুরি,ডাকাতি ও মারামারি সংক্রান্তে ০৬টি মামলা রয়েছে।
আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামী গ্রেফতার ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102